রোবাবারই ঘোষণা হতে পারে দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৬৫১ বার পড়া হয়েছে
আগামী রোববার ঘোষণা করা হতে পারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল। এ দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি করার বিষয়টি বিবেচনায় রেখেছে নির্বাচন কমিশন।
ঢাকার দুই সিটির তফসিল ঘোষণার লক্ষ্যে রোববার নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে । কমিশনের ৫৩তম সভায় জানুয়ারির মধ্যে ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত রয়েছে। এক্ষেত্রে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার ভোটের তারিখ নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে । সে ক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ বা ৩১ ডিসেম্বর ও প্রত্যাহারের তারিখ ১০ জানুয়ারি নির্ধারণ করা হতে পারে। কমিশন বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।