গোল শূন্য ড্র হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কেউ জিতেনি মৌসুমের প্রথম এল ক্লাসিকো। গোল শূন্য ড্র হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হাইভোল্টেজ ম্যাচ। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষস্থানেই আছে বার্সা।
ঘরের মাঠে প্রথমার্ধে ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। তবে মেসির বানানো বল থেকে গোল করতে পারেননি জর্দি আলবা। মাঝে কয়েক দফা আক্রমণ চালায় রিয়াল মাদ্রিদও। ১৭ মিনিটে ক্যাসেমিরোর হেড গোললাইন থেকে ফেরান পিকে। দারুণ কিছু আক্রমণ চালিয়েও বার্সার গোলরক্ষক স্টেইগেনকে পরাস্ত করতে পারেননি বেনজেমা-ক্যাসেমিরোরা। ৩১ মিনিটে গোলবঞ্চিত হয় কাতালানরাও। দ্বিতীয়ার্ধেও গোলের খোঁজে মরিয়া ছিল দু’দল। ৬০ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন মেসি। ৭২ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় বেলের গোল। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।