অনিয়মে জড়িত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ
- আপডেট সময় : ০৩:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিদেশে কর্মী পাঠাতে অনিয়ম এর আশ্রয় নেয়া অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি ও দালালদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সঠিক প্রশিক্ষণ দিয়ে বিদেশে কর্মী পাঠাতে প্রবাসী কল্যান মন্ত্রণালয়কে নজরদারি বাড়ানোর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
২০১৮-১৯ অর্থবছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৯শ ৩৩ জনের। যার মধ্যে নারী কর্মী আছে ১ লাখ ৭ হাজার ৫শ ৬২ জন। ১৭৩ টি দেশে কাজ করছে বাংলাদেশের প্রায় ১ কোটি ২০ লাখ কর্মী।
দেশের জাতীয় আয়ের অন্যতম উৎস এই অভিবাসী খাত। গেলো অর্থবছরে রেমিট্যান্স এসেছে ১৬ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার। নতুন শ্রমবাজার খুলতে বিভিন্ন দেশে কুটনৈতিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ।
এমন বাস্তবতায় অভিবাসীদের নিরাপত্তায় বাধ্যতামূলক বীমা চালু করেছে সরকার।প্রধানমন্ত্রী সেই বীমাপত্র তুলে দেন প্রবাসী কর্মীদের হাতে।
চাহিদা অনুযায়ী নতুন শ্রমবাজার সন্ধানের পাশাপাশি দক্ষ কর্মী গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। দালাল চক্রের দৌরাত্ম্য থেকে রক্ষা পেতে বিদেশে গমনেচ্ছুদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেবার আহবান জানান প্রধানমন্ত্রী।
জাতীয় অর্থনীতিতে জোগানদাতা অভিবাসী খাতের কর্মী সুরক্ষায় সরকার প্রতিশ্রুতি পূরণ করবে বলেও আশ্বাস দেন সরকার প্রধান।
নিজের দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রবাসী ও এজেন্ডাগুলোকে দায়িত্বশীল হবার আহবান জানান প্রধানমন্ত্রী।