আওয়ামী লীগের সম্মেলন নিয়ে জাতি হতাশ
- আপডেট সময় : ০৩:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
গনতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার কোনো দিক-নির্দেশনা না থাকায় আওয়ামী লীগের সম্মেলন নিয়ে জাতি হতাশ। নেত্রীর বন্দনা ছাড়া আর কিছু হয়নি সম্মেলনে-এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বৈরি পরিবেশের কারণে বিএনপির কাউন্সিলের দেরি হচ্ছে। সকালে নয়াপল্টনে এক মিলাদ মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে প্রয়াত কবির মুরাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে জিয়া পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর। তিনি জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা কবির মুরাদ ও স্যার ফজলে হোসেন আবেদের আত্মার মাগফেরাত কামনা করেন।
পরে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব আওয়ামী লীগের ২১তম সম্মেলন নিয়ে বলেন, জাতি আশা করেছিলো গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিক-নির্দেশনা আসবে তাদের কাউন্সিল থেকে। কিন্তু তা আসেনি। এসময় তিনি বিএনপির কাউন্সিল বিষয়ে জানান, ভারপ্রাপ্ত চেয়ারপারসন এ ব্যাপারে কাজ করছেন। নিজেদের অপরাধ ঢাকতে সব দায় বিএনপির ওপর চাপানো—সরকারের পুরনো অভ্যাস বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।।