টানা নবমবারের মত আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৬ বার পড়া হয়েছে
টানা নবমবারের মত আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর দ্বিতীয়বারের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশনে নেতারা নির্বাচন করেন কাউন্সিলররা। দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে, সারাদেশ থেকে দলের সাড়ে সাত হাজার কাউন্সিলর এ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন। অধিবেশনে সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু ও সমর্থন করেন অপর প্রেসিডিয়াম সদস্য পীযুষকান্তি ভট্টাচার্য। আর সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সমর্থন করেন যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান। এ দু’পদে আর কেউ প্রার্থী ছিলেন না।