রাজধানীতে বেড়েই চলছে ডায়রিয়া রোগী
- আপডেট সময় : ০৩:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রাজধানীতে বেড়েই চলছে ডায়রিয়া রোগী। আক্রান্তের বেশির ভাগই শিশু।মহাখালীর আইসিডিডিআর’বির হিসেবে এক সপ্তাহের ব্যবধানে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে ৫০ থেকে ৬০ শতাংশ। দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা।রোটা ভাইরাসের কারনেই শীতের শুরুতে ডায়রিয়ার ঝুঁকি থাকে বলেও জানান এই চিকিৎসক।
মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতাল। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিনই এই হাসপাতালে এভাবেই ভিড় জমাচ্ছেন ভুক্তভোগীরা। যেখানে গত সপ্তাহে গড়ে প্রতিদিন রোগী ভর্তি হতো চার’শ থেতে চার’শ পঞ্চাশ জন, এক সপ্তাহের ব্যবধানে ভর্তি রেগীর সংখ্যা দাড়ায় গড়ে আট’শ জনে।
অভিভাবকরা জানান, হঠাৎ করেই পাতলা পায়খানা ও বমি শুরু হয় বাচ্চাদের। এতে দুর্বল হয়ে পড়ে শিশুরা। রোটা ভাইরাসের কারনেই শীতে ডায়রিয়ার ঝুঁকি থাকে বলে জানান চিকিৎসক। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বয়স্কদের চেয়ে শিশুরাই বেশি ভর্তি হচ্ছে বলেও জানান তিনি।