ময়মনসিংহের ঐতিহাসিক স্থাপনা আলেকজান্ডার ক্যাসেলের মূল ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে

- আপডেট সময় : ০৮:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রক্ষণাবেক্ষণের অভাবে ময়মনসিংহের ঐতিহাসিক স্থাপনা আলেকজান্ডার ক্যাসেলের মূল ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।জীবনের ঝুঁকি নিয়েই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে আসছেন দর্শণার্থীরা।এটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন দর্শণার্থী ও স্থানীয়রা।
১৮৭৯ সালে ৪৫ হাজার টাকা ব্যয়ে বাংলো আদলের এই সুরম্য বাগানবাড়ি নির্মাণ করেন ময়মনসিংহের খ্যাতিমান জমিদার মহারাজ সূর্জকান্ত আচার্জ চৌধুরী।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নওয়াব স্যার সলিমুল্লাহসহ অনেক রাজ পরিবারের সদস্য এখানে থেকেছেন।কালের বিবর্তনে ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক এই স্থাপনাটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
এদিকে, ঝুঁকিপূর্ণ আলেকজান্ডার ক্যাসেলকে দ্রুত পুনঃসংস্কার করার আহ্বান জানিয়েছেন জেলা নাগরিক আন্দোলনের এই নেতা। আর প্রত্নতত্ত্ব বিভাগের সাথে কথা বলে দ্রুত ভবনটিকে পুনঃসংস্কার করার কথা জানালেন জেলা প্রশাসক। শুধু আশ্বাস নয় শিগগিরই ঐতিহাসিক এ স্থাপনাকে রক্ষাকরাসহ বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি ময়মনসিংহবাসীর।