যশোরে প্রতিবন্ধী কল্যাণসংস্থার উদ্যোগে গড়ে উঠেছে ‘নাভারন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়’
- আপডেট সময় : ১১:১৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সমাজে অবহেলিত ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষিত করে সম্পদে পরিণত করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণসংস্থার উদ্যোগে গড়ে উঠেছে ‘নাভারন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়’। লেখাপড়ার পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য শিশুদের দেয়া হচ্ছে ফিজিওথেরাপি।
২০১৭ সালে যশোরের শার্শায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে ‘নাভারন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় ও ফিজিওথেরাপি সেন্টার’টি গড়ে উঠে। এর সব খরচ বহন করেন স্থানীয় চেয়ারম্যান ও এলাকার সমাজসেবীরা। এখন ৮০ জন প্রতিবন্ধী শিশুকে এ স্কুলে লেখাপড়ার পাশাপাশি শারীরিক সুস্থ্যতার জন্য ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। এসব শিশুদের শিক্ষা দিয়ে থাকেন ৬ জন শিক্ষক, এদের মধ্যে ২ জন প্রতিবন্ধী। অল্প সম্মানী নিয়েই শিক্ষকরা এ স্কুলে পাঠদান করেন।
নিজস্ব কোন স্কুল ভবন না থাকায় নাভারন ইউনিয়ন পরিষদের ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ভবন নির্মাণসহ স্কুলটি সরকারিকরণের দাবি জানিয়েছে স্কুল পরিচালনা কমিটি। নাভারন প্রতিবন্ধী প্রাইমারী ও শার্শা প্রতিবন্ধী স্কুলকে প্রসাশনের পক্ষ থেকে সহযোগিতা করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। শিশুদের আগ্রহ বাড়াতে স্কুল চলাকালীন সময়ে খাবার দেয়া হয়।