লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এবার নিজেদের মাঠ- ইতিহাদে লেস্টারকে সহজেই হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
ইতিহাদে ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না সিটিজেনদের। প্রথমার্ধের ২২ মিনিটেই তারা একটি গোল হজম করে বসে। দুর্দান্ত ফর্মে থাকা জেমি ভার্ডির গোলে লিড পায় লেস্টার। কিন্তু ৩০ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে সমতা পায় স্বাগতিকরা। আর ৪৩ মিনিটে গুনদোগান আর ৬৯ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। লিগে ১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকলো সিটি। আর ১ পয়েন্ট বেশি নিয়ে দু’নম্বর অবস্থানে আছে লেস্টার সিটি।