সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর
- আপডেট সময় : ০৮:৩৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সকালে চট্টগ্রামের নেভাল একাডেমীতে শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শন শেষে, প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় কমিশনপ্রাপ্ত ৭২ জন নবীন ক্যাডেটকে পুরস্কৃত করেন তিনি।
দেশ রক্ষার কঠিন প্রশিক্ষনের পর কমিশনপ্রাপ্ত নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের অংশগ্রহণে মনোজ্ঞ এই কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবক্ষেত্রে সর্বোচ্চ মান অর্জনকারী নৌবাহিনীর ৭২ কর্মকর্তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে নবীন কর্মকর্তাদের প্রতি দেশ রক্ষার দায়িত্ব পালনে দিকনির্দশনামুলক বক্তব্য রাখেন শেখ হাসিনা।
এসময় নৌবাহিনীর সদস্যদের উদ্বুদ্ধ করতে জাতির পিতার দেয়া নির্দেশনা স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। আধুনিক যুগোপযোগী ও শক্তিশালী বাহিনী হিসেবে নৌবাহিনীকে গড়ে তুলতে আওয়ামী লীগ সরকারের নেয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
জাতি পিতার স্বপ্নপুরণে মুজিবর্ষের পরের বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।