ছাত্র অধিকারের নেতাদের উপর হামলার প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রংপুরে ভিপি নুরুল হকসহ ছাত্র অধিকারের নেতাদের উপর হামলার প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা।
দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিল শেষে বিক্ষোভকারীরা আবারও প্রেসক্লাবের সামনে দাঁড়ালে রংপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা ব্যানার ও মাইক কেড়ে নিয়ে বাধা দেয়। বিক্ষোভকারীদের দাবি, মুক্তিযুদ্ধ মঞ্চের রংপুর বিভাগীয় সমন্বয়ক আল আমীনের নেতৃত্বে তিন/চারজন তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে।