মেয়র ও কাউন্সিলর পদে জাতীয় পার্টি আলাদা প্রার্থী দেবে
- আপডেট সময় : ০৮:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে জাতীয় পার্টি আলাদা প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। আজ থেকে সব পদে ফরম বিক্রি করার ঘোষণাও দেন তিনি। আর দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা- ডাকসু ভিপি নুরুল হকের ওপর হামলাকে ‘জঘন্য’ উল্লেখ করে এর সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সকালে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এসব কথা বলেন তারা।
জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজন করা হয় যোগদান অনুষ্ঠান। এতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রেসিডিয়ামের অন্যতম সদস্য হাসমত উল্লাহর নেতৃত্বে দু’শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন। একইসময় ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী লিটন ও তার অনুসারীরা।
পরে দলের চেয়ারম্যান জি এম কাদের জাতীয় পার্টিকে আগামীতে ক্ষমতায় যেতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে ঢাকার দুই সিটির আসন্ন নির্বাচনে আলাদা প্রার্থী দেয়ার ঘোষণাও দেন তিনি।
যোগদান অনুষ্ঠানে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা- ঢাকসু ভিপির ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
আগামী ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন শো-ডাউন করতে নয়, দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করার অংশ জানিয়ে শুধু ডেলিগেট ও কাউন্সিলররা অংশ নেবে বলেও জানান জাতীয় পার্টির নেতারা।