বঙ্গবন্ধু বিপিএলে এখন লড়ছে সিলেট থান্ডার ও ঢাকা প্লাটুন
- আপডেট সময় : ০২:১৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের দিনের প্রথম ম্যাচে এখন লড়ছে সিলেট থান্ডার ও ঢাকা প্লাটুন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে সিলেট। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ৪৯ রান।
আসরের শুরুটা ভালো হয়নি সিলেটের। টানা হারে কোণঠাসা মোসাদ্দেকরা। যদিও শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় সিলেট। জীর্ণ জড়া ভুলে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে চায় সুরমা পাড়ের দলটি। দলের সবাই আত্মবিশ্বাস ফিরে পাওয়ায়,এ ম্যাচে ঢাকা প্লাটুনকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ হার্শেল গিবস শীষ্যরা। তবে সিলেটের স্বপ্ন এত সহজে বাস্তবে রূপ দিতে নারাজ ঢাকা। শেষ ম্যাচেই কুমিল্লাকে হারিয়ে দারুন ছন্দে আছে তারা। দারুণ ফর্মে আছেন তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান। ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন তামিমও। তাই চটগ্রাম পর্বের শেষটায় জয়ের হাসি হেসেই পয়েন্ট টেবিলের নিজেদের এগিয়ে নিতে চায় ঢাকা প্লাটুন। এদিকে, দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা ওয়ারিয়র্সের প্রতিপক্ষ রাজশাহী রয়েলস।