আইনী অধিকার নিশ্চিতে জেলা জজদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ
- আপডেট সময় : ০২:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫২০ বার পড়া হয়েছে
উন্নয়ন ও সুশাসন ওতপ্রোতভাবে জড়িত এমন পর্যবেক্ষণ দিয়ে, দরিদ্র বিচারপ্রার্থীদের আইনী অধিকার নিশ্চিতে জেলা জজদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
একই সঙ্গে সারাদেশের আদালতগুলোতে জমে থাকা মামলা নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তিকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় আইনগত সহায়তা সংস্থার জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সারাদেশে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এ পর্যন্ত মোট ১৯ হাজার ১৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এক্ষেত্রে জমে থাকা দেওয়ানী মামলা নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধকে গুরুত্ব দেয়া প্রয়োজন। দরিদ্র এবং অসহায়দের আইনি সহায়তা প্রদানের জন্য জেলা জজদের নির্দেশনা দেন আনিসুল হক। তিনি জানান, সারাদেশের মামলা নিষ্পত্তির জন্য বিকল্প বিরোধ ব্যবস্থা না নেয়া হলে, কোন মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে না।