ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের উপর হামলায় জড়িত সবাইকে গ্রেফতার করা হচ্ছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের উপর হামলায় জড়িত সবাইকে গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সকালে ঢাকার কাওরানবাজারের ওয়াসা ভবনে সোভিয়েত এলামনাই এসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পরে ডাকসু নির্বাচন হয়েছে। ভবিষ্যৎ রাজনীতিবিদ এখান থেকেই উঠে আসে। তাই ভবিষ্যতে রাজনীতি যাতে নেতাশূন্য না হয়ে পড়ে, সেজন্য ডাকসু প্রতিনিধিদের সুশৃংখল রাজনীতি করার আহ্বান জানান তিনি। নুরের ওপর কেন বার বার হামলা হচ্ছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।