কেয়ামত পর্যন্ত আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে না
- আপডেট সময় : ০৭:৩৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দেশে যেভাবে মামলা দায়েরের হিড়িক চলছে, তাতে কেয়ামত পর্যন্ত আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে না, বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। পরিস্থিতি উত্তরণে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির কার্যক্রমকে গতিশীল করার নির্দেশ দিয়েছেন আনিসুল হক। একই সঙ্গে দরিদ্র অসহায় বিচারপ্রার্থীদের আইনি অধিকার নিশ্চিতে জেলা জজদের কার্যকর ভূমিকা রাখার আদেশও দেন আইনমন্ত্রী। সকালে ঢাকার একটি হোটেলে জেলা ও দায়রা জজদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দেশের মোট ৩’শ আদালতে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা ৩৫ লাখ ৯৮ হাজার ৩৬৩টি। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এসব মামলা নিষ্পত্তিতে সব আদালতে এখন বিচারক এক হাজার ৯১৮ জন। এর মধ্যে ১ হাজার ৮১৯ জন অধস্তন আদালতে ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগে মোট ৯৯ জন। ইউএনডিপির গবেষণা বলছে, এভাবে মামলা বাড়তে থাকলে ২০২০ সালে ৫০ লাখ মামলার জট তৈরী হবে। পরিস্থিতি যখন এমন, তখন জেলা জজদের কার্যক্রম আরো গতিশীল করার মাধ্যমে মামলা জট কমাতে এই সম্মেলন আয়োজন করে জাতীয় আইনগত সহায়তা সংস্থা। এসময় দেশজুড়ে মামলার হিড়িক নিয়ে উদ্বেগ তুলে ধরেন আইনমন্ত্রী।
অসহায় বিচারপ্রার্থীদের আইনি অধিকার নিশ্চিতে জেলা লিগ্যাল এইড কমিটির প্রধান হিসেবে জেলা জজদের কার্যকর ভূমিকা রাখার নির্দেশও দেন আনিসুল হক। সরকারি আইনি সেবা ও সুশাসন শক্তিশালীকরণ বিষয়ে আয়োজিত এই সম্মেলনে বিচারকদের দায়িত্বশীল ভূমিকা রাখার কথা স্মরণ করিয়ে আইনমন্ত্রী আরো বলেন, উন্নয়ণ ও সুশাসন ওতোপ্রতোভাবে জড়িত।