সিটি কর্পোরেশন নির্বাচনে এবার জাতীয় পার্টি জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে
- আপডেট সময় : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে এবার জাতীয় পার্টি জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাবে বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় পার্টি ক্রমেই বড় থেকে আরো বড় দলে পরিনত হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর বনানীতে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন জিএম কাদের। এসময় প্রয়াত চেয়ারম্যান ও পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করার আহবান জানান পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলামসহ বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা যোগদান অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় পার্টি। এ সময় পার্টিতে যোগ দেয়া ব্যক্তিদের শুভেচ্ছা জানান মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা।
যোগদান অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, জাতীয় পার্টি ক্রমেই বড় থেকে আরো বড় দলে দলে পরিনত হয়েছে। জাতীয় পার্টির ঢাকা সিটি নিবাচনে অংশ নিচ্ছে জানিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করের তিনি। গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় পার্টির এই যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান জিএম কাদের।