রেগিংয়ের দায়ে বহিস্কৃত বুয়েটের সাত শিক্ষার্থীকে পরীক্ষা দিতে অনুমতি দিয়েছে হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রেগিংয়ের দায়ে বহিস্কৃত বুয়েটের সাত শিক্ষার্থীকে পরীক্ষা দিতে অনুমতি দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ আজ এ আদেশ দেন। আদেশ অনুযায়ী যারা পরীক্ষা দিতে পারবেন তারা হলেন- মির্জা মোহাম্মদ গালিব, জাহিদুল ইসলাম, মুন্তাসির আহমেদ, আসিফ মাহমুদ, ইমতিয়াজ হোসেন, আনাফালুর রহমান ও অর্ণব চৌধুরী। শুনানিতে আদালত জানতে চায়– এরা আবরার হত্যার সাথে জড়িত কি না। এ সময় বুয়েটের পক্ষ থেকে জানানো হয়, তারা আবরার হত্যার সাথে সংশ্লিষ্ট নয়, তবে কুখ্যাত রেগিংয়ের সাথে জড়িত থাকায় বহিষ্কার হয়েছে। আদালত তার আদেশে বলেন, মামলা চূড়ান্ত নিষ্পত্তির সময় যদি প্রমাণ হয়, এই সাতজন রেগিংয়ের সাথে জড়িত, তাহলে এই পরীক্ষা ও ফলাফল বাতিল হয়ে যাবে।