বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
সকাল সাড়ে আটটার পর এসব নৌপথে ফের ফেরি চলাচল শুরু হয়।এরাগে, গেল রাত ১২টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে যায়। ফলে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে পাচ্ছিলেন না ফেরির চালকরা। এ অবস্থায় ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। যানবাহন নিয়ে মাঝনদীতে আটকা পড়ে তিনটি ফেরি।
এদিকে, ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটেও রাত ১০টার দিকে কয়েক ঘণ্টা সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল ৮টা ৫৫ মিনিট থেকে আবারও নৌযান চলাচল শুরু হয়েছে। তবে নৌযান চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে কয়েক হাজার যাত্রী পড়েছেন চরম দুর্ভোগে।