ঈশ্বর সকলকেই ভালোবাসেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
খ্রীস্টান ধর্মের শীর্ষনেতা পোপ ফ্রান্সিস বলেছেন, ঈশ্বর সকলকেই ভালোবাসেন। এমনকি সবচেয়ে খারাপ মানুষটিকেও।
খিস্টানদের বড়দিনের আগের রাতে মঙ্গলবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় সমবেত কয়েক হাজার মানুষের উদ্দেশে দেয়া ভাষণে একথা বলেন পোপ। এদিন ভ্যাটিকানে বড়দিন শুরুর আগের সন্ধ্যার প্রার্থনায় সেখানে অংশ নেয় অনেক শিশু। ভেনেজুয়লা, ইরাক ও উগান্ডাসহ বিভিন্ন দেশ থেকে বাছাই করে এসব শিশুদের আনা হয়েছে বলে জানায় বিবিসি। খ্রীস্টান ধর্মের শীর্ষনেতা পোপ ফ্রান্সিস ফের সেন্ট পিটার্স ব্যাসিলিয়ায় ফিরে বিশ্ববাসীর উদ্দেশে বড়দিনের ঐতিহ্যবাহী পেপল বার্তা দেবেন।