সবাই চাইলে ইভিএমে ঢাকা সিটি নির্বাচন করবে না কমিশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সবাই চাইলে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ঢাকা সিটি নির্বাচন করবে না নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা রাজধানীর আগারগাঁওয়ে ইলেকট্রোরাল ট্রেনিং ইন্সটিটিউটে একথা বলেন। নির্বাচন সংশ্লিষ্টদের দল মতের উর্দ্ধে উঠে কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামি ৩০ জানুয়ারি এ নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের প্রস্তুতিও চলছে।
আগারগাঁওয়ে এক প্রশিক্ষণ সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগের নির্বাচন গুলোতে ইভিএম নিয়ে ভালো ফলাফল আসায় এই নির্বাচনেও ইভিএমের ব্যবহারে আগ্রহী ইসি।
তবে দলগুলো না চাইলে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন সিইসি। এই নির্বাচনে নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহবান জানান তিনি।