সিটি নির্বাচনে বিএনপির অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৮২ বার পড়া হয়েছে
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদকের আশা, নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে। জানান, এ বিষয়ে স্বাধীন ভূমিকা পালনে কমিশনকে সব ধরনের সহেযোগিতা দিতে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।
কুমিল্লা সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এসময় ঢাকা সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণে বিএনপির আপত্তির জবাব দেন তিনি। দাবি করেন, ইভিএমের মাধ্যমেই স্বচ্ছ নির্বাচন সম্ভব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন বিভাগের প্রাক্তন ছাত্র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দেশের উন্নয়ন ও অর্জনে শেখ হাসিনার ভূমিকার কথা তুলে ধরে কাদের বলেন, ভিন্নমত থাকলেও বিশ্বের দরবারে মাথা উঁচু করে আছে বাংলাদেশ। রাজনৈতিক অপসংস্কৃতি ও বিভাজন রোধে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। আসছে ঢাকা সিটি নির্বাচন বিশ্বাসযোগ্য করতে সরকারের পক্ষ থেকে করণীয় সব করা হবে বলেও আশ্বাস দেন ওবায়দুল কাদের। আগামি বছরের মধ্যে রাজধানীর মেট্রোরেল ও ২০৩০ সালের মধ্যে এমআরটির কাজ শেষ হবে বলেও আশা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।