এটিএম বুথের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করতে যাচ্ছে ওয়াসা

- আপডেট সময় : ০৩:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে প্রথমবারের মতো এটিএম বুথের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করতে যাচ্ছে ওয়াসা। উন্নত বিশ্বের আদলে এই সেবা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। নতুন এই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘ওয়াটার এটিএম’। যাতে প্রতি লিটার পানির দাম পড়বে মাত্র ৬০ পয়সা। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রকল্পটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, বর্তমানে পাইলট প্রকল্প থাকলেও মুজিববর্ষের বিশেষ আকর্ষণ হিসেবে প্রকল্পটি বন্দর নগরীতে ছড়িয়ে দেয়া হবে।
চট্টগ্রামের খুলশি এলাকার এই বুথটি দেখলে মনে হতে পারে কোন নতুন ব্যাংকের এটিএম বুথ।কিন্তু এটি বসিয়েছে ড্রিংক ওয়েল নামের একটি কোম্পানী। চট্টগ্রাম ওয়াসার সঙ্গে যৌথভাবে প্রকল্পটি শুরু করেছে কোম্পানীটি। যাতে ব্যাংকের মতোই এটিএম কার্ড ব্যাবহার করে বুথ থেকে টাকার পরিবর্তে মিলবে শতভাগ বিশুদ্ধ পানি।
মাত্র দু’শো টাকা, পাসপোর্ট সাইজের দুইকপি ছবি আর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে রেজিষ্ট্রেশন করলেই গ্রাহককে দেয়া হবে একটি এটিএম কার্ড। যা দিয়ে পরবর্তিতে যে কোন পাত্রে পানি সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। এটিএম মেশিনেই ব্যালেন্স ও পানির হিসেব দেখা যাবে। নতুন এই প্রকল্পকে ভালভাবেই নিয়েছেন নগরবাসী। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম ওয়াসা থেকে পানি নিয়ে ফের ট্রিটমেন্টের মাধ্যমে শতভাগ বিশুদ্ধ করে গ্রাহক পর্যায়ে সরবরাহ করছেন তারা। খুলশি ছাড়াও হালিশহর, আগ্রাবাদ ও সদরঘাট এলাকায় এমন চারটি বুথ বসানো হয়েছে।
আর ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বললেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে একশোটি ওয়াটার বুথ চালু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারা। চট্টগ্রামের বাইরে রাজধানী ঢাকার ১৪০ টি পয়েন্টে বুথের মাধ্যমে পানি সরবরাহের এই প্রকল্প চালু করা হয়েছে। চট্টগ্রাম থেকে রেজিস্ট্রেশন করা গ্রাহকরা ঢাকার বুথ থেকেও পানি সংগ্রহ করতে পারবে। আবার ঢাকার গ্রাহকরা চট্টগ্রামেও পানি পাবেন।