শনিবার রাত থেকে আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে পুরোদেশ
- আপডেট সময় : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
শনিবার রাত থেকে আবারও শৈত্যপ্রবাহের কবলে পড়তে যাচ্ছে পুরোদেশ। আর শুক্রবার রাত থেকে বৃষ্টি কমে গেলে, ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে শুক্রবার সকাল থেকে কুয়াশা ও হালকা ঠান্ডা অনুভূতি ছিলো রাজধানী জুড়ে। ছিন্নমুল মানুষ ও কর্মজীবী মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
কুয়াশার চাদরে মোড়া রাজধানীর সকাল। হেডলাইট জ্বালিয়ে ধীরে ধীরে প্রধান সড়কগুলোতে চলতে থাকে গাড়ি। খেটে খাওয়া মানুষ ও প্রয়োজনের তাগিদে বিভিন্ন শ্রেণীর মানুষ বেরিয়েছেন। তবে সংখ্যায় খুব কম।
সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ এলাকায় মানুষের চলাচল ছিলো একেবারেই সীমিত। এর বিপরীত দিকে চন্দ্রিমা উদ্যানে কিছু মানুষ এসেছেন শীতকে উপভোগ করতে। তেজগাঁও রেলস্টেশনে ঠান্ডায় জুবুথুবু ছিন্নমুল মানুষেরা। কষ্টকর অভিজ্ঞতার কথা জানান তারা।
বৃষ্টি কমে গেলেই শীতের অনুভূতি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকায় তাপমাত্রা খুব বেশি না কমলেও, শীতের অনুভূতি অনেক বেশি থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবদুল মান্নান।