আসন্ন ঢাকা সিটি করপোরেশনের জন্য কাল শনিবার দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি
- আপডেট সময় : ০৮:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আসন্ন ঢাকা সিটি করপোরেশনের জন্য কাল শনিবার দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। দলীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিন প্রার্থী তাবিথ আউয়াল, ড. আসাদুজ্জামান রিপন ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে, দলের সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মিদের পদচারণায় সরগরম রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। শুক্রবার বিকেলে, বিশাল শোডাউন করে দলীয় মনোনয়ন ফরম জমা দিতে আসেন মেয়র পদের সম্ভাব্য দুই প্রার্থী ঢাকা উত্তরের জন্য নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও দক্ষিণের জন্য অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়ে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচন হলে দু’ই সিটিতেই জয়ী হবে বিএনপি।
এছাড়াও ঢাকা উত্তরে মেয়র পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।আর মনোনয়ন ফরম গ্রহণ করে, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী বলেন, মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হবে। শনিবার গুলশানে বিএনপির মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।