বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অব্যাহত
- আপডেট সময় : ০৮:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে, নিজের জীবন দিয়ে হলেও পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প করতে দিবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গে নৈহাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গণতন্ত্রে সবাই নাগরিক, সবারই সমান অধিকার আছে। এদিকে, জুমার নামাজ শেষে দিল্লি জামে মসজিদের বাইরে এই বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। শান্তিপূর্ণভাবে শেষ হয় বিক্ষোভ-মিছিল। অন্যদিকে, মুম্বাইয়ে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে সেখানকার সাধারণ মানুষ। আর আন্দোলন ঠেকাতে উত্তর প্রদেশের ৭৫ জেলার মধ্যে ২১ জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এপর্যন্ত নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে ২৫ জন। আটক করা হয়েছে কয়েক হাজার মানুষকে। লোকসভা ও রাজ্যসভায় পাশের পর গেলো ১২ ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয় শুধু অমুসলিমদের নাগরিকত্ব দেয়া সংক্রান্ত বিতর্কিত বিলটি।