শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা
- আপডেট সময় : ০২:০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নতুন কেন্দ্রিয় কমিটি। পরে দলের সাধারণ সম্পাদক জানান, সোনার মানুষ তৈরির কারাখানা হিসেবে আওয়ামী লীগকে গড়ে তোলা হবে। আর নির্বাচনী ওয়াদা পূরণই এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। ঢাকা সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপির শংকাকে অবান্তর বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
২১তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে সাজানো হয়েছে আওয়ামী লীগের নতুন কেন্দ্রিয় কমিটি। ৮১ সদস্যের কমিটির কয়েকটি পদ ফাঁকা থাকলেও বেশিরভাগ সদস্যের নামই ঘোষণা করা হয়েছে। কেন্দ্রিয় কমিটির সদস্যদের সাথে নিয়ে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক। বলেন, সুশাসনের পথে অনেকটাই এগিয়েছে বাংলাদেশ। আর পুরোপুরি বাস্তবায়ন করাটাই এখন সরকারের অন্যতম লক্ষ্য। ঢাকা সিটি নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে বিএনপির শংকাকে অবান্তর হিসেবে মনে করেন তিনি। আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলেও জানান ওবায়দুল কাদের।