মৃদু শৈত্যপ্রবাহ, কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টির পর বেড়েছে শীতের তীব্রতা
- আপডেট সময় : ০২:১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মৃদু শৈত্যপ্রবাহ, কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টির পর বেড়েছে শীতের তীব্রতা। দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। ঠাণ্ডাজনিত কারনে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর ও কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা ।
দিনাজপুরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গায় টানা ১০ দিনের শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন। শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। ৩ থেকে ৪ ঘন্টা দেরিতে চলছে ঢাকাসহ সব রুটের ট্রেন।
পাবনায় হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শনিবার সকাল থেকে সূর্যের দেখা মিললেও রয়েছে শীতের তীব্রতা।
কুড়িগ্রামে বেড়েই চলেছে শীতের প্রকোপ। দিনের বেলা সামান্য উষ্ণতা বাড়লেও বেলা বাড়ার সাথে সাথে হিমেল হাওয়ায় নেমে আসছে কনকনে ঠাণ্ডা ।
সাতক্ষীরায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। বৃষ্টি পর শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।এদিকে, ঠাণ্ডাজনিত কারনে শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর,সর্দি ও কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
ময়মনসিংহে অব্যাহত শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতে সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল মানুষ।