ঢাকা দক্ষিণে ফজলে নূর তাপস, উত্তরে আতিকুল ইসলাম
- আপডেট সময় : ০২:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। এই আসনে মনোনয়ন দৌড় থেকে ছিটকে পড়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকন। আর ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম।
দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন, দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনপ্রিয়তা যাচাই করেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর আগে, শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। তবে আনুষ্ঠানিকভাবে সে সময় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। প্রার্থীদের নাম ঘোষণার আগেই আজ সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে আসেন শেখ ফজলে নূর তাপস। পরে বেলা পৌনে ১১টার দিকে বিশাল শোডাউন নিয়ে কার্যালয়ে হাজির হন উত্তরের বর্তমান মেয়র আতিকুল ইসলাম। তবে দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনকে কার্যালয়ে দেখা যায়নি।