ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের খাদ্য নিরাপত্তায় ‘রক্ষাগোলা’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের খাদ্য নিরাপত্তায় গঠিত সামাজিক সংগঠন ‘রক্ষাগোলা’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে রাজাবাড়িহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনে ৩০টি সংগঠন অংশ নেয়। এতে জানানো হয়, বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে ৯০ শতাংশই দারিদ্রসীমার নিচে বাস করে। বিশেষ করে বর্ষা ও খরা মৌসুমে খাদ্য সংকটে পড়ে তারা। এসময় চড়া সুদে মহাজনদের কাছে ঋণ নিয়ে নিতে হয় তাদের। তাই এ অবস্থা কাটিয়ে উঠতেই গ্রামভিত্তিক এই রক্ষাগোলা সংগঠনটি গঠনের মাধ্যমে এখন স্বাবলম্বী হয়ে উঠছে তারা। সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবং উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।