কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৮:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৪ বার পড়া হয়েছে
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে বলে দাবি করেন বক্তারা।
খুলনা নগরীর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বিক্ষোভ মিছল। পরে জেলা বিএনপির উদ্যোগে করা হয় সমাবেশ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি। জেলা বিএনপির কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
গাইবান্ধায় জেলা বিএনপির আয়োজনে কালো ব্যাচ ধারন ও সমাবেশ করা হয়েছে।
ঝিনাইদহে পুলিশের বাঁধায় পণ্ড হয়ে যায় বিএনপি’র প্রতিবাদ সমাবেশ।
সুনামগঞ্জে প্রতবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতাকর্মীরা।
খাগরাছড়ি জেলা শহরের মিল্লাত চত্বর থেকে কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপির হাজারো নেতাকর্মী। পরে ভাঙ্গাব্রিজ এলাকায় পুলিশ আটকে দিলে সেখানে সমাবেশ করেন তারা।