সংস্কারের অভাবে বেহাল দশা প্রধান সড়কসহ আভ্যন্তরীণ পাকা রাস্তাগুলোর
- আপডেট সময় : ০১:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সংস্কারের অভাবে লালমনিরহাট শহরের প্রধান সড়কসহ বেহাল দশায় পরিণত হয়েছে আভ্যন্তরীণ পাকা রাস্তাগুলো। এরই মধ্যে কিছু রাস্তা সংস্কার হলেও অধিকাংশ পাড়া মহল্লার রাস্তাগুলো চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার উদাসীনতায় তাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দিয়েছেন মেয়র।
শহরের বড় মসজিদ থেকে রেল স্টেশন আসা যাওয়ার রাস্তাটি ৫ বছরেও সংস্কার হয়নি। ৪’শ মিটার রাস্তাটির কার্পেটিং উঠে বড়-বড় গর্ত সৃষ্টি হয়েছে। এই রাস্তার মতই শহরের মাজার রোডেও অসংখ্য গর্তের কারণে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এছাড়া নর্থবেঙ্গল রোড, সাপাটানা রোড এবং বসুন্ধরা রোডেরও বেহাল দশা।
এদিকে, পৌর মেয়র জানালেন, রাস্তাগুলোর সংস্কারে এরইমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে। শহরের প্রধান সড়কসহ আভ্যন্তরীণ যোগাযোগের জন্য সব রাস্তা দ্রুত সংস্কার করাসহ যাতায়াত নির্বিঘ্ন করা হবে, এমনই প্রত্যাশা স্থানীয়দের।