অবৈধ দখলে ছোট হয়ে আসছে চাঁদপুরের ডাকাতিয়া নদী

- আপডেট সময় : ০১:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
অবৈধ দখলে ছোট হয়ে আসছে চাঁদপুরের ডাকাতিয়া নদী। এক সময়ের খরস্রোতা বিশাল ডাকাতিয়া এখন মরা খালে পরিণত হয়েছে। গেলো দুই যুগেও অবৈধ দখলদারদের উচ্ছেদে কোনো অভিযান চালানো হয়নি। নদীর দু’পাড়ে গড়ে তোলা হয়েছে অবৈধ অনেক স্থাপনা।
চাঁদপুরে ডাকাতিয়া নদীর দুই পাড়ে দখল করে ছোট বড় স্থাপনা গড়ে তোলা হয়েছে। নদীর তীর দখল করে চলছে বালু ব্যবসা। এ কারণে ডাকাতিয়া নদী ক্রমাগত সংকুচিত হয়ে আসছে। অথচ গত কয়েক বছর আগেও এ নদীর ছিলো তীব্র স্রোত। এভাবে দখল চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে ডাকাতিয়া মরা নদীতে পরিণত হওয়ার আশংকা করছে স্থানীয়রা ।
নদী দূষন ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে সচেতন মহল। শুধু শহরের তিন কিলোমিটারে নদীর তীরে তিন শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। নদীর নাব্য সংকটে বন্ধ হয়ে গেছে ইচলী লঞ্চ ঘটের কার্যক্রম। দ্রুত এসব দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছেন প্রশাসনের এ কর্মকর্তা।