গুম, হেফাজতে নির্যাতন, নারী নির্যাতন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ
- আপডেট সময় : ১০:৩৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের ক্ষেত্রে সন্তোষ প্রকাশ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, হেফাজতে নির্যাতন, নারী নির্যাতন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র ।
বাংলাদেশে ২০১৯ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই উদ্বেগ জানায় সংগঠনটি। আসকের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৯ সালে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ৩৮৮ জন ব্যক্তি নিহত হয়েছে। একই সময়ে গ্রেফতারের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গ্রেফতারের আগে নির্যাতনে মারা যান ছয়জন এবং গুলিতে নিহত হয়েছে ১২ জন। সংঘটিত গুম, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠন করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। আসকের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক সহিংসতার ঘটনা অপেক্ষাকৃত কম থাকলেও, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল বরাবরের মতোই নাজুক। বছরের মাঝামাঝি সময়ে এসে ছেলেধরা গুজবকে কেন্দ্র করে গণপিটুনিতে নিহত হয়েছে অনেক নিরীহ মানুষ।