দেশে মাদকসেবীর মধ্যে নারী মাদকসেবীর সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে

- আপডেট সময় : ০৭:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশে ৩৬ লাখ মাদকসেবীর মধ্যে নারী মাদকসেবীর সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অন্যদিকে মাদক মামলায় যারা আটক হচ্ছেন, আইনের বেড়াজালে জামিন পেয়ে আবারো তারা একই কর্মকান্ডে লিপ্ত হওয়ায় মাদক নিয়ন্ত্রণে অনেক ভালো উদ্যোগও আলোর মুখ দেখছে না। তবে নতুন বছরে বিচারকদের সহায়তা পেলে মাদক নির্মুলে মাইল ফলক তৈরী হবে– এমনটাই আশা করেন সংস্থাটির মহাপরিচালক মো জামালউদ্দীন।
বেশ কিছুদিন ধরেই তরুণ প্রজন্মের কাছে অন্যতম নেশা হিসেবে পরিচিতি পেয়েছে- ইয়াবা। এর বিরুদ্ধে অভিযান জোরদার হওয়ায় সে জায়গা দখল করতে দেশে আসে মাদক– খাত যা অনেকটাই গ্রীন টিয়ের মতো।
এসব মাদকসেবীর সঠিক সংখ্যা কতো তার পরিসংখ্যান না থাকলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, প্রায় ৩৬ লাখ সেবী রয়েছে। আসছে ২ জানুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান ধীরে ধীরে মহিলা মাদকসেবীর সংখ্যা বাড়ছে- যা শঙ্কার।
মাদকের ব্যাপকতা ঠেকাতে বছরে প্রায় ১৭ হাজার মামলা হলেও আইনের ফাক দিয়ে প্রায় ৪০ শতাংশই বেরিয়ে যায় উল্লেখ করে বিচারকদের সদয় দৃষ্টি প্রার্থনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, ইয়াবার বিকল্প হিসেবে “খাত” বন্ধ হবার পর- দেশে নতুন করে আসতে শুরু করেছে একটি ফার্মেসী ড্রাগ, যার সন্ধান পেয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাই এ ব্যাপারে সচেতনতা বাড়ানোরও তাগিদ দেন মো: জামাল উদ্দীন।