ষাট গম্বুজ মসজিদ দেখতে কয়েক হাজার পর্যটকের ভীড় এখন বাগেরহাটে
- আপডেট সময় : ০৭:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বিশ্ব ঐতিহ্যের অংশ খ্যাত ঐতিহাসিক নিদর্শন ষাট গম্বুজ মসজিদ দেখতে কয়েক হাজার পর্যটকের ভীড় এখন বাগেরহাটে। সাড়ে ছয়শ বছরের পুরানো প্রাচীন এই মসজিদটি দেখতে প্রতিদিনই আসে নানা বয়সী দর্শনার্থীরা। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত দেশীয় পর্যটকের পাশাপাশি আসেন বিদেশীরাও। মসজিদ চত্বরে শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে দোলনাসহ বিভিন্ন উপকরন; যা পরিবার নিয়ে আসা পর্যটকদের বাড়তি সুবিধা দিচ্ছে।
প্রতিদিনই পরিবার পরিজন নিয়ে হযরত খানজাহান (রহ.)-এর অমর সৃষ্টি ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন পর্যটকরা। সারাদিন মসজিদটি এবং এর চিত্তাকর্ষক কারুশৈলী দেখে আনন্দ উপভোগের পর আবার গন্তব্যে ফিরেন তারা।
ঐতিহাসিক এই মসজিদের নকশা শৈলী দেখার পর মুগ্ধ দর্শনার্থীরা। প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শনে ক্রমেই পর্যটকদের আগ্রহ বাড়ার কারণে দিনে দিনে বাড়ছে দর্শনার্থী; এমনটাই বলে মনে করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা।