২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল বুধবার থেকে

- আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে কাল বুধবার থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। ঢাকার শেরেবাংলা নগরে মেলা সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের ৪৮৩টি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও স্টল থাকবে। বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৯৫ সালে শুরু হয় ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার– ডিআইটিএফ। ২৪টি আসর সফলভাবে সম্পন্ন করে ২০২০-এ তা ২৫তম বছরে পদার্পণ করছে।
১ জানুয়ারি সকাল দশটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের ৪৮৩টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শেরেবাংলা নগরে মেলা সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ১৯৯৫ সালে শুরু হয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০-এ ২৫তম বছরে পদার্পণ করছে।
মেলায় প্রবেশে এবার টিকিটের মূল্য ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, একদিকে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, অন্যদিকে, এবার মেলায় স্টলের সংখ্যা কমানো হয়েছে। তাই রেভিনিউর বিষয়টি মাথায় রেখেই টিকিটের দাম ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। এদিকে, গতবারের তুলনায় বাণিজ্য মেলায় এবার ব্যবসা ভাল হবে বলে আশা দোকানীদের। দেশি ও বিদেশি দর্শনার্থীদের জন্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে।