ইভিএমে যদি ভোট হয়, সেটি ত্রুটিমুক্ত নির্বাচন হবে
- আপডেট সময় : ০৭:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানালেও বিএনপি কেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে ? তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সবশেষ প্রযুক্তি ইভিএমে যদি ভোট হয়, সেটি ত্রুটিমুক্ত নির্বাচন হবে। তাই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। সকালে দেশের প্রথম মেট্রোরেলের লাইন ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ও রেললাইন স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ঢাকা মহানগরীর জানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে আধুনিক গণপরিবহন হিসেবে ২০১৩ সালের ৩ জুন মাস মেট্টোরেলের পরিকল্পনা করে সরকার। এরই ধারাবাহিকতায় ৬টি রুটে মেট্টোরেল সমন্বয়ে একটি শক্তিশালী নের্টওয়ার্ক গড়ে তুলতে ২০৩০ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
বুধবার সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের উত্তরা ডিপোতে লাইন ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ও রেল-ট্র্যাক স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এ সময় তিনি সিটি নির্বাচন এবং ইভিএম নিয়ে বিএনপি প্রার্থীদের বক্তব্যের সমালোচনা করেন।পরে ওবায়দুল কাদের জানান, ২০২১ সালে ডিসেম্বরে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-৬ চালু হবে। মেট্রোরেল চালু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সহজেই যাতায়াত করতে পারবে নগরবাসী।