আমনের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পেয়ে বিপাকে কৃষকরা
- আপডেট সময় : ০৩:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নেত্রকোনায় আমনের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পেয়ে বিপাকে কৃষকরা। নির্ধারিত সময়ে সরকারিভাবে ধান সংগ্রহ করার কথা থাকলেও এখন পর্যন্ত তা শুরু হয়নি। লটারির মাধ্যমে কৃষক নির্বাচন নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে চাষিদের মাঝে। এদিকে, দিনাজপুরে অ্যাপস এর মাধ্যমে ধান সংগ্রহ অভিযান শুরু হওয়ায় ন্যায্য দাম পাওয়ার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন চাষীরা।
নেত্রকোনা জেলায় বোরো ধানের পাশাপাশি আমনের উৎপাদনও হয়ে থাকে বেশ ভাল। কৃষি প্রধান এই জেলায় এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। তবে ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না প্রকৃত কৃষকরা। এদিকে স্থানীয় নেতাকর্মীদের লবিং গ্রুফিং এর কারনে ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে, দাবী কৃষকদের। এখনও সরকারিভাবে ধান সংগ্রহ না থাকায় হতাশ তারা।
এদিকে লটারির মাধ্যমে কৃষক নির্বাচনকে দ্বি-মত পোষন করেছেন অনেক কৃষক। অনেকেই পায়নি কোন কৃষি কার্ড।
এদিকে চলতি আমন সংগ্রহ মৌসুমে দিনাজপুর জেলার ২৮ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রথম পরীক্ষামূলকভাবে কৃষকের আপস এর মাধ্যমে প্রতিকেজি ২৬ টাকা কেজি দরে ধান বিক্রি করতে পেরে খুশি কৃষক।
ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রমে মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে,জানালেন খাদ্য বিভাগের এই কর্মকর্তা।
কৃষকদের অ্যাপটি সম্পর্কে গেল ২৫ নভেম্বর থেকে ব্যাপক প্রচার শুরু করেছে সরকার।দিনাজপুর সদর উপজেলায় ২ হাজার ১’শত ১ জন কৃষক পাচ্ছে এই সুবিধা।