আরো দুই লাখ টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে

- আপডেট সময় : ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
আগামী ৩১ মার্চের মধ্যে চার প্রতিষ্ঠানের মাধ্যমে আরো দুই লাখ টন পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, চলতি মাসের সম্ভাব্য দুটি শৈত্যপ্রবাহ মোকাবেলায় দরিদ্রদের জন্য ৩১ লাখ ৯১ হাজার কম্বল বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব তথ্য জানান তারা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসছে মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ জানান, রমজানের আগে বড়-বড় গ্রুপের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি পেঁয়াজ আমদানিকারকদের সব ধরণের সহযোগিতা করবে সরকার।
এসময়, রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় ও যৌক্তিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
এদিকে, সচিবালয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি মাসের সম্ভব্য দুটি শৈত্যপ্রবাহ মোকাবেলায় সরকারের প্রস্তুতি জানান প্রতিমন্ত্রী।
এছাড়াও রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়সহ আট জেলার প্রতিটিতে দু’হাজার করে মোট ১৬ হাজার শুকনো ও অন্য খাবারের কার্টুন বরাদ্দ দেয়া হয়েছে বলেও জানান ডা. এনামুর রহমান।