টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীর দায়ের কোপে অপর এক রোহিঙ্গা যুবক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীর দায়ের কোপে অপর এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় ১২শ টাকার জন্য কথা-কাটাকাটির এক পর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসী ছৈয়দুল আমিন একটি ধারালো দা দিয়ে আবু তৈয়বের ঘাড়ে কোপ দেয়। পরে রোহিঙ্গা যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ক্যাম্প হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত আবু তৈয়ব উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোঃ আলমের ছেলে। পূর্ব-শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে।