বেনাপোল স্থলবন্দরে মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বেনাপোল স্থলবন্দরে মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা।
সকালে বেনাপোল স্থলবন্দর কার্যালয়ের সামনে এ কর্মসুচি পালন করে তারা। এতে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অহিদসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, দরপত্র প্রত্যাহার করে অন্যান্য বন্দরের মতো বেনাপোল বন্দরের শ্রমিকদের সর্বোচ্চ ন্যায্য মজুরি প্রদান করতে হবে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসুচি দেয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।