দেশে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানী দু’টোই বেড়েছে
- আপডেট সময় : ০৮:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দেশে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানী দু’টোই বেড়েছে বলে জানিয়েছেন, নিরাপদ সড়ক চাই- নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, ২০১৯ সালে চার হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২২৭ জনের প্রাণহানী হয়। আর ২০১৮ সালে ৩ হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনায় মারা যায় ৪ হাজার ৪৩৯ জন। সকালে জাতীয় প্রেসক্লাবে সড়ক দুর্ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে ইলিয়াস কাঞ্চন বলেন, পুলিশ এবং প্রশাসনের অবহেলায় মহাসড়কে বেড়েছে দুর্ঘটনা।
নানা কারণে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যাও। অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতাসহ আইন ও তার যথাযথ প্রয়োগ না হওয়ায় সড়ক দুর্ঘটনার মূল কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
জাতীয় প্রেসক্লাবে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরে নিরাপদ সড়ক চাইর চেয়ারম্যান জানান, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে এক হাজার ৫৯৯টি এবং মৃতের সংখ্যা বেড়েছে ৭৮৮ জন।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সচেতনতামূলক কার্যক্রম প্রচার, স্কুলের পাঠ্যক্রমে সড়ক দুর্ঘটনারোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা ও ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা দরকার।
নতুন সড়ক পরিবহন আইন কার্যকর না হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইলিয়াস কাঞ্চন।