ছাত্রী ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়
- আপডেট সময় : ০৯:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
ছাত্রী ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিভিন্ন ছাত্রসংগঠনের সাথে প্রতিবাদে যোগ দিয়েছে ক্যাম্পাসের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে রাজপথে নেমেছে ডাকসু ও হল সংসদের নেতারা।
হাতে ভিন্ন ভিন্ন ব্যানার-প্লাকার্ড, কিন্তু কন্ঠে দাবি এক ও অভিন্ন। রাজধানীতে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে মাঠে নামে ছাত্রলীগ, ছাত্রদল ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদের এই ভাষা যেনো দেশের সচেতন সব মানুষেরই প্রতিধ্বনি।
ঘটনার পর থেকেই আন্দোলনে নামে বাম-সংগঠন ও ডাকসুর নেতা-কর্মীরা। ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ডাকসুর ভিপি নুরুল হক নুর ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে, টিএসসি রাজু ভার্স্কযের সামনে মানববন্ধনে অংশ নেয় ছাত্রলীগ। সেখান থেকেও বেশকিছু কর্মসূচির ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।
এর আগে, অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিল থেকে ধর্ষকের গ্রেফতারের দাবি জানায় তারা।
উত্তাল ক্যাম্পাসে পুরো সময়েই দেখা গেছে বাম সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদের। ব্যানার-প্লাকার্ডসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ধষর্ণের বিচার দাবি করেন তারা।