মেহেরপুরে লাইসেন্স ছাড়াই চলছে সিলিন্ডার গ্যাসের অবৈধ ব্যবসা
- আপডেট সময় : ১১:৫৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
মেহেরপুরে লাইসেন্স ছাড়াই চলছে সিলিন্ডার গ্যাসের অবৈধ ব্যবসা। এই সমস্ত অবৈধ প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক ও নিরাপত্তার ব্যবস্থা না থাকায় ঝুঁকির মধ্যে রয়েছে পথচারী ও সাধারণ মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক বলছেন, শিগগিরই অবৈধ এই ব্যবসা বন্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মেহেরপুরে সরকারি নিয়ম মেনে সিলিন্ডার গ্যাস বিক্রির ৮ থেকে ১০টি বৈধ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। অথচ, একশ্রেনীর অবৈধ ব্যবসায়ী সরকারি নির্দেশনা উপেক্ষা ও লাইসেন্স ছাড়াই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকি নিয়ে চালিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণভাবে গড়ে ওঠা এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঘটতে পারে প্রাণহানীর মতো বড় ধরনের দুর্ঘটনা।
সরকারি নিয়ম অনুযায়ী, লাইসেন্সবিহীন একজন বিক্রেতা ১শ কেজি অর্থাৎ ৮টি গ্যাস ভর্তি সিলিন্ডার সংরক্ষণ করতে পারবে। অথচ লাইসেন্স ছাড়াই এই সমস্ত প্রতিষ্ঠানে শতশত গ্যাস ভর্তি সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে।
অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদারিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিস্ফোরক পরিদর্শক।
বিস্ফোরক লাইসেন্স ছাড়া এবং অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার বিক্রির বিরুদ্ধে শিগগিরই অভিযানের েকথা জানান জেলা প্রশাসক।