বাগেরহাটের উপকূলীয় ৬ উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট

- আপডেট সময় : ১২:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বাগেরহাটের উপকূলীয় ৬ উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দুষিত পানি পান করে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ। লবনাক্ততার কারণে উপকূলীয় এলাকায় গভীর ও অগভীর নলকুপ না থাকায় কয়েক লাখ মানুষ সুপেয় পানির অভাবে রয়েছে। সিডর ও আইলার পর সরকারি ও বেসরকারিভাবে স্থাপন করা আড়াই হাজার পিএসএফ নষ্ট হওয়ায় বেড়েছে হতাশা।
বাগেরহাটের ৯ উপজেলার মধ্যে ৬টিতে শুস্ক মৌসুমে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। এসব উপজেলায় মানুষ বিভিন্ন উৎস থেকে পানি ব্যবহার করায় নানা রোগে আক্রান্ত হচ্ছে। বাগেরহাট সদর, রামপাল, মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা ও কচুয়া উপজেলায় গভীর ও অগভীর নলকূপ না থাকায় বৃষ্টি ও পুকুর থেকে সংগৃহিত পানি ব্যবহার করছে লাখো মানুষ। সিডর ও আইলার পরে স্থাপিত সব পিএসএফ নষ্ট হওয়ায় অনেক পরিবারের নারী-পুরুষ দূর থেকে খাবার অনুপোযোগী পানি এনে পান করছে। এতে অনেকে নানা ধরণের রোগে।
বাগেরহাট সদর হাসপাতালে নানা বয়সি মানুষ পানি বাহিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। ভূ-গর্ভস্থ পানি না পাওয়ায় জেলার ৬টি উপজেলায় পানি সংকট রয়েছে। বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংকি বিতরণ করা হচ্ছে। জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এ কর্মকর্তা।
বাগেরহাটে প্রায় আড়াই ২ হাজার পিএসএফ রয়েছে। এর মধ্যে প্রায় সব পিএসএফ-ই অকেজো।