ঝিনাইদহ, পাবনা এবং সাতক্ষীরা থেকে ইউপি সদস্যসহ ৩ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ, পাবনা এবং সাতক্ষীরা থেকে ইউপি সদস্যসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুরে ইউপি সদস্য স্বপন হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। গেল রাতে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় তার ভাই মিল্টন হোসেন এগিয়ে এলে তাকেও কুপিয়েছে দুর্বৃত্তরা। নিহত স্বপন হোসেন মান্দারবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি মেম্বার এবং আওয়ামী লীগের সমর্থক।
পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া এলাকায় হোসিয়ারী শ্রমিক অনিক হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশী জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দু’জনকে।
নিখোঁজ হওয়ার তিনদিন পর সাতক্ষীরার শ্যামনগরে বিলের মধ্যে থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।