ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে
- আপডেট সময় : ০২:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ১৬১১ বার পড়া হয়েছে
বুধবার তেহরানের বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে কানাডা ও যুক্তরাজ্য।
স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কয়েকটি সূত্রের বরাতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেন। আর ট্রুডোর সাথে সাথে সুর মিলিয়ে এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে, মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, উপগ্রহের ছবিতে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ার সংকেতের কিছু সময় পরই বিমানটি বিধ্বস্ত হওয়ার সংকেত মেলে। আর মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ফ্লাইট পিএস৭৫২ তে ‘ক্ষেপণাস্ত্রের আঘাত হানার’ একটি ভিডিও প্রকাশ করেছে। তাদের ধারণা, রাশিয়া নির্মিত টর ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়েছে। এদিকে, কানাডার অভিযোগ প্রত্যাখ্যান করে তাদের কাছে প্রমাণ চেয়েছে ইরান। এর আগে বৃহস্পতিবার বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স যুক্তরাষ্ট্রকে দেয়া হবে না বলে জানিয়েছিলো তেহরান।