ঝিনাইদহে নদী দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৭:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহে নদী দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসায় প্রতিষ্ঠান। দখল ও দূষণের পাশাপাশি খননের অভাবে বেশির ভাগ নদীই পরিণত হয়েছে মরা খালে। দুষন ও অবৈধ দখল থেকে এসব নদী মুক্ত করতে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
ঝিনাইদহ জেলার ওপর দিয়ে বয়ে গেছে ছোট বড় ১২টি নদী। এক সময় এসব নদীতে পাওয়া যেতো নানা জাতের মাছ, চলাচল করতো বড়-বড় নৌকা। নদীগুলোর চিত্র এখন একেবারেই উল্টো। নদীর বিভিন্ন স্থানে জেগে উঠেছে বড়-বড় চর। ময়লা ও বর্জ্য ফেলার কারণে কমেছে মিঠা পানির মাছ। বর্ষা মৌসুমে নদীতে কিছুটা পানি থাকলেও শুকনো মৌসুমে নদী একেবারেই শুকিয়ে যায়। নবগঙ্গা নদীসহ বিভিন্ন নদীর জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।
শিগগিরই এসব নদী দখল মুক্ত করার পাশাপাশি দুষণ মুক্ত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে নদী রক্ষা কমিটি। জেলা প্রশাসক জানালেন, নদীগুলোর স্বাভাবিক নাব্য ফিরিয়ে আনতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঝিনাইদহের ওপর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা, চিত্রা, কুমার, বেগবতি, গড়াই, ইছামতি, ডাকুয়া, কপোতাক্ষ ও কালীগঙ্গাও পড়েছে দখলের কবলে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে বাড়তে শুরু করেছে শঙ্কা।