পাত্রখোলা চা বাগান লেইকসহ বিভিন্ন এলাকায় ভিড় করেছে অতিথি পাখি

- আপডেট সময় : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের অভয়াশ্রম বাইক্কা বিল, পাত্রখোলা চা বাগান লেইকসহ বিভিন্ন এলাকায় ভিড় করেছে অতিথি পাখি। দেশ-বিদেশের হাজারো দর্শনার্থী প্রতিদিন পাখি দেখতে ভিড় করছেন। কর্তৃপক্ষ বলছেন, পাখি শিকারিদের উৎপাত নেই বলে, হাজার মাইল দূর থেকে এখানকার স্পটগুলোতে ঝাকে ঝাকে অতিথি পাখি আসে।
হাঁড় কাপানো শীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের অভয়াশ্রম বাইক্কা বিল ও কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের লেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীতের অতিথি পাখি এসেছে। ডানার উপর ভর করে হাজারো মাইল পথ পাড়ি দিয়ে আসা অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে পুরো জনপদ। দল বেধে পাখিরা লেক ও বিলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে উড়ছে আর কিচির মিচির শব্দে ডাকাডাকি করছে ।
অতীতে লালচে বক, সাইবেরিয়ান বকসহ ৫৩ প্রজাতির অতিথি পাখির আগমন ঘটলেও এবার কয়েক প্রজাতির পাখির উপস্থিতি কম হয়েছে বাইক্কা বিলে।এবার স্বল্প সংখ্যাক পাখির উপস্থিতি হলেও কলকাকলিতে মুখরিত নির্জন বিলের চার পাশ। বিভিন্ন প্রজাতির পাখি দর্শনার্থীদের আকর্ষণ করছে।
হিজল, তমাল বনে বিলের স্থায়ী বাসিন্দা বেগুনি কালিম, লালচে বক, কাঠাল, শালিক, চিল, মুগ্ধ করছে পাখি প্রেমী দর্শনার্থীদের। পাখি, মাছ ও জলজ উদ্ভিদ রক্ষায় ২০০৩ সালে ভূমি মন্ত্রণালয় আড়াইশ একর আয়তনের বাইক্কা বিলকে অভয়াশ্রম ঘোষণা করে। এ কারণে মাছ ও পাখি কেউ শিকার করে না। পরিবেশগত জীববৈচিত্র রক্ষা করে পর্যটন বান্ধব এই স্থানটিকে নিরাপদ রাখতে পারলে সারা বছর এখানে পাখি থাকবে। আর এর সৌন্দর্য উপভোগ করবে দর্শনার্থীরা-এমনটাই আশা করেন দেশি-বিদেশি পাখি প্রেমিরা।